যশোর-ঝিনাইদহ মহাসড়কের মানিকদিহি এলাকা থেকে লুট হওয়া ১০ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার করেছে প্রশাসন। গত ৬ই ফেব্রুয়ারি ওই এলাকার প্রভাবশালী একটি মহল শতবর্ষী জীবিত দুটি মেহগনি গাছ প্রকাশ্য দিবালোকে কেটে নিয়ে যায়। খবর পেয়ে জেলা পরিষদের কর্মকর্তারা গাছগুলো উদ্ধার করতে গেলে তাদের দুর্বৃত্তরা হুমকি দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনার পর জেলা পরিষদের পক্ষ থেকে চার জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হলে গতকাল সন্ধ্যায় জেলা পরিষদের কর্মকর্তা ও পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় চুড়ামনকাঠির একটি ‘স’ মিল থেকে চোরাই কাঠগুলো উদ্ধার করে। এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তাসহ দুজনকে আটক করে পুলিশ।
মন্তব্য করুন