বরিশালের মুলাদী উপজেলা থেকে আটক ছাত্রী সংস্থার ২২ কর্মীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে পতিতাবৃত্তির ও ৭ জনের বিরুদ্ধে জঙ্গী সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। মুলাদির স্থানীয় জনগণের কাছে বেশ্যাবৃত্তির অভিযোগে অভিযুক্ত ১৩ জনের ৯ জন পেশাদার পতিতা হিসেবে চিহ্নিত।
বরিশালে ছাত্রী সংস্থার গ্রেফতারকৃত ১৩ জনের বিরুদ্ধে পতিতাবৃত্তির ও ৭ জনের বিরুদ্ধে জঙ্গী সম্পৃক্ততার অভিযোগ
“স্বামী ভাড়া” ব্যবসার উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক!
নিজস্ব প্রতিবেদক: আশ্চর্য শোনালেও সত্যি যে রাজধানীতে ভাড়ায় স্বামী বাণিজ্য চলছে! অনেকে ভাড়াটে স্বামী হওয়া পেশা হিসেবে নিয়েছেন। আরও আশ্চর্যের বিষয় হল গ্রামীণ ব্যাংক শুধু ক্ষুদ্র ঋণ নয় স্বামী বাণিজ্যেরও উদ্যোক্তা। গ্রামীণ ব্যাংকের অনেক শাখার কর্মকর্তা-কর্মচারীরা স্বামী ভাড়া করায় দুতিয়ালীর ভূমিকা পালন করে।
অর্থের ভাগ বাটোয়ারা নিয়ে হেফাজতে তীব্র কোন্দল
হেফাজতে ইসলামের ৫ মের অবরোধের পিছনে জামায়াতের গোপন পরিকল্পনা অনুযায়ী শাপলাচত্বরে অবস্থান করে পরদিন ৬ মে ভোরে ব্যাংকসমূহ লুট করাসহ সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল। অবস্থান সফল না হওয়ায় এ জন্য প্রাপ্ত বিপুল অর্থের ভাগাভাগী নিয়ে ঢাকা মহানগর হেফাজত এবং কেন্দ্রীয় হেফাজতের মধ্যে জামায়াতঘেঁষা নেতাদের মধ্যে চলছে চরম দ্বন্দ্ব।
যৌন মিলনের বাসনা কমে যাওয়ার লক্ষণ ও উপসর্গ
ডা. সুমন কাজী :
১. দুই মাসেরও অধিক সময় যাবৎ যৌন ক্রিয়ার প্রতি কোন আগ্রহ অনুভব না করা।
২. যৌন মিলন এড়িয়ে যাওয়া, স্বামী-স্ত্রীর মধ্যে যৌন মিলনের বাসনা অত্যন্ত কম অনুভব করা, কিংবা যৌন মিলনের প্রতি দু:শ্চিন্তা বা উদ্বেগ থাকা।
৩. কখনও কখনও আগেই বীর্যপাত ঘটা, যৌনমিলনের সময় ব্যথা হওয়া, ধ্বজভঙ্গ বা অক্ষমতা কিংবা তীব্র যৌন সুখ পেতে অক্ষমতা।
নেতৃত্ব শূণ্যতায় ছাত্রী সংস্থার সদস্যদের হোম সার্ভিসে রমরমা সেক্স বাণিজ্য
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্তৃক ছাত্রী সংস্থার সদস্যদের যৌন সম্ভোগের অভিযোগ দীর্ঘদিনের। অনেকে টাকার অভাবে, অনেকে নিজেদের অজান্তে যৌন বাণিজ্যে জড়িয়ে পড়ে। আবার অনেকে শিবিরের নেতাকর্মীদের প্রেমের প্রতারণার ফাঁদে পড়ে ছাত্রী সংস্থার সদস্য হয়ে পতিতায় পরিণত হয়।
মনোযোগ বাড়ানোর খাবার
হেফাজতে ভাঙ্গন আসন্ন! রুহি ও ফয়জুল্লাকে নিয়ে ক্ষোভ
এবার হেফাজতের দুই যুগ্ম-মহাসচিবের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে সংগঠনটির নেতাকর্মীরা। আধিপত্য বিস্তার, নেতৃত্বের দ্বন্দ্ব আর সংগঠনের নাম ভাঙ্গিয়ে রাজনৈতিক দলের কাছে নিজেদের অবস্থান পোক্ত করার অভিযোগ এ দুই নেতার বিরুদ্ধে। দু’জনকেই হেফাজত থেকে বহিষ্কারের পাশাপাশি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও দাবি উঠেছে।
যুবসমাজকে গ্রাস করছে মাদক। মাদক ব্যবসায় জড়িত ইসলামী ছাত্রশিবিরও!
সম্প্রতি ছাত্রশিবিরের নেতাকর্মীদের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার সংবাদ প্রকাশিত হলে অনেকে বিস্ময় প্রকাশ করেছে। রাজধানীতে মাদকসেবী ঐশীর হাতে পুলিশ কর্মকর্তা বাবা ও মা খুনের পর আবার আলোচিত হচ্ছে মাদক ও মাদক ব্যবসার কথা। উল্লেখ্য ঐশীকে মাদক সরবরাহ করতো স্থানীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ এবং ছাত্রশিবিরের ক্যাডারদের একটি গ্রুপ।