গতকাল রাত প্রায় আড়াইটার দিকে গুলশানের ১২৩ নম্বর সড়কের শপার্স ওয়ার্ল্ডের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা করা হয়েছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগটনিক সম্পাদক রিয়াজুল হক মিল্কিকে।
যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কিকে হত্যা
আল্লামা শফীর ব্যক্তিগত জীবন: তিন স্ত্রী, সাত সন্তান।
ড. ইউনূসের গ্রেফতার দাবি ওলামা-মাশায়েখদের
সমকামীদের সমর্থন দেওয়ার অপরাধে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের গ্রেফতার দাবি করেছে ওলামা-মাশায়েখ সংহতি পরিষদ। একই সঙ্গে তাকে সামাজিকভাবে বয়কট করে যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই প্রতিহতের জন্যও সকল ধর্ম বিশ্বাসীদের প্রতি আহবান জানানো হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আইয়ূব আনসারী।
আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটির বজলুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
এম.এ হাসান সুমন, মেহেরপুর : ঋণ দান ও সমবায় সমিতির পরিচালক বজলুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। মেহেরপুর শহরের এক গ্রাহকের অর্থ প্রতারণার মামলায় এ আদেশ জারি হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি। তবে পলাতক রয়েছেন সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত গ্রাহকদের অর্থ লোপাটকারী বজলুর রহমান।
সমকামি বিবাহ: ছাত্রী সংস্থা নেত্রীর চাঞ্চল্যকর তথ্য
মালাবদল করে দুই তরুণী, সানজিদা আর পুজা, ঘরও বেঁধেছেন গোপনে। পিরোজপুরের ছাত্রীসংস্থার যুগ্ম আহবায়ক মোছাম্মৎ সানজিদা (২১) ও শিলার (১৬) দুই বছরের সে প্রেম পরিণয়ে গড়িয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনার মাঝে জানা গেল সানজিদার চাঞ্চল্যকর তথ্য।
ইতিমধ্যে পিরোজপুর থেকে পালিয়ে আসা এই দুই সমকামী তরুনীকে মঙ্গলবার ঢাকার মোহম্মদপুরের একটি বাসা থেকে পিরোজপুর পুলিশের সহায়তায় গ্রেফতার করে পিরোজপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব-২। এর নেপথ্যে প্রতরনার কৌশল রয়েছে কিনা পিরোজপুরে সাংবাদিক ও পুলিশ অনুসন্ধান করছে।
চট্টগ্রামে মাদক ব্যবসা জমজমাট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে চলছে জমজমাট মাদক ব্যবসা। ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ নানাজাতের যৌন উত্তেজক মাদকের ছড়াছড়ি। নগরীর কদমতলী, মনছুরাবাদ, এনায়েতবাজার বাটালী রোড বরফগলি, পাহাড়তলীবাজার, অক্সিজেন কসাইপাড়া, হাজারীগলি, সদরঘাট, সুপারিওয়ালাপাড়াসহ ২১টি পয়েন্টে চলছে মাদক ব্যবসা। প্রতি দিন রেলপথ ও সড়কপথে নগরীতে কোটি টাকার মাদক ঢুকছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, নগরীতে মাদক ঢুকছে বিভিন্ন রুটে। পুলিশের অভিযান টহল থেমে নেই। তারপরও ঢুকে পড়ছে মরণ নেশা মাদক।
অনুমতি ছাড়া রাজধানীতে চলছে মোটর-রিক্সা
রাজধানীর বিভিন্ন স্থানে জমজমাট দেহ ব্যবসা,জড়িয়ে পড়ছে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরাও
সরকারের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার রহস্যজনক নীরবতার সুযোগে রাজধানী ঢাকার ৪৯ থানার প্রায় পৌনে ১শ স্পটে ৪ শতাধিক হোটেল ও ২ সহস্রাধিক বাসা-বাড়ী ও ফ্ল্যাটে চলছে জমজমাট দেহ ব্যবসা।আর এর সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।আর তাদেরই খদ্দর হচ্ছেন সেইসকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
ছাত্র শিবিরের মাদক ব্যবসা
মাদক ব্যবসার সঙ্গে শিবির জড়িত রয়েছে এমন তথ্য পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী! দেশের একমি কোম্পানির কাশির সিরাপ ফেনাড্রিলকে তারা ফেনসিডিলের বিকল্প হিসেবে বিক্রি করছে। এ ছাড়াও তাদের ইয়াবার কয়েকটি স্পটের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
নতুন ফেনাড্রিলের সঙ্গে সিভিট ও নেশা জাতীয় ট্যাবলেট মিশিয়ে এগুলো বাজারজাত করছে। কী ধরনের নেশার ট্যাবলেট মেশানো হচ্ছে এ বিষয়ে তথ্য উদঘাটনে মাঠে নেমেছে র্যাব।