টাঙ্গাইলে মন্দিরে অগ্নিসংযোগের গুজব: নেপথ্যে কারা?

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ২৪ ফেব্রুয়ারি ২টি কালী মন্দিরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে এই মর্মে দুটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু অনুসন্ধানে এমন কোনো ঘটনার সত্যতা জানা যায় নি। তাই গুজব ছড়িয়ে উত্তেজনা ও হামলার পরিকল্পনা করা হচ্ছে কিনা তা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা রয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, মন্দিরে হামলার ঘটনাটি ডেইলি স্টার ছাড়া অন্য কোন পত্রিকায় প্রকাশিত হয়নি। এমন কি টাঙ্গাইলের কোন স্থানীয় পত্রিকাতেও এমন কোন সংবাদ পাওয়া যায় নি। গত ৪ ফেব্রুয়ারিও একই ধরণের সংবাদ প্রকাশিত হয়েছিল যার কোন সত‍্যতা পাওয়া যায় নি।

পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে টাঙ্গাইলের বেকড়া উপজেলার আটগ্রাম ইউনিয়নের বেকড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এবং ধুবড়িয়া ইউনিয়নের চকগদাধর কালী মন্দিরে দুবৃর্ত্তরা আগুন বলে গুজব রটনা করা হয়। তবে মন্দির দুটি পরিদর্শনে এমন কোন আলামত পরিলক্ষিত হয় নি।

স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় উপজেলার ১২টি ইউনিয়নে সব কয়টি মন্দিরে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, প্রতিটি পুজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি তৎপড়তা বাড়ানো হয়েছে।

টাঙ্গাইলে গুজব সৃষ্টি করে অন‍্যান‍্য এলাকায় এ জাতীয় হামলা চালানোর উস্কানি দিয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে কিনা তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের সাথে আলাপকালে তারা টাঙ্গাইলের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা উল্লেখ করে প্রশাসনসহ সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: