রাজশাহী নগরীর নতুন ভূতপাড়া এলাকায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে গতকাল মুসান্না ও আহসান বান্না নামের দুই শিশু মারাত্মকভাবে আহত হয়। তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তাক্ত দুই শিশুর একটিকে সরিয়ে ফেলা হয়েছে।
জামায়াত নেতার বোমায় মারাত্মকভাবে আহত তার দুই সন্তান
রাজধানীর মসজিদে জুতা চুরিতে সক্রিয় শিবিরের মাদকাসক্তরা
মিরপুরের একটি মেস থেকে প্রায় পাঁচ শতাধিক জুতাসহ দুই শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর ৬ নং সেকশনের একটি মসজিদ থেকে জুতা চুরি করে পালিয়ে যাওয়ার সময় মসজিদ সংলগ্ন চায়ের দোকানের এক কর্মচারি জুতা চোরদের পিছু নেয়। তাদের ঠিকানা জেনে থানায় অবহিত করলে পুলিশ শিবিরকর্মি আবদুল কাদের ও আইজুদ্দিনকে গ্রেফতার করে। মেস থেকে পাঁচ শতাধিক জুতা ছাড়াও ইসলামী ছাত্রশিবিরের বই উদ্ধার করে।
নির্বাচন নিয়ে আড়াই শ কোটি টাকার বিপাকে এরশাদ
কারাগার থেকে মুক্ত হওয়ার পর থেকে এরশাদের আয়ের অন্যতম পথ ছিল নির্বাচনে মনোনয়ন দানের মাধ্যমে প্রার্থীদের থেকে গৃহীত টাকা। বিগত দুটি নির্বাচনে এ নিয়ে তেমন কোন সমস্যা না হলেও এবার নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণায় নেতাকর্মীদের চাপের পাশাপাশি সংগৃহীত টাকা ফেরত দেয়ার ব্যাপক চাপে আছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। জাতীয় পার্টি অংশ না নিলেও আওয়ামী লীগের নির্বাচন করার সিদ্ধান্তের ফলে সম্ভাব্য প্রার্থীদের ভবিষ্যত রাজনীতি অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে জাতীয় পার্টি প্রধান দুই দলে বিলীন হওয়ার আশঙ্কাও রয়েছে।