ফেইসবুকে যৌনজেহাদের আহবান জানিয়েছে বিএনপি জামাত

হরতাল অবরোধে সহিংস কর্মকাণ্ডে জড়িতদের অনুপ্রানিত করতে যৌনজেহাদের আহবান জানিয়েছে বিএনপি জামাতের অনলাইন একটিভিস্টরা। জামাতের যুক্তরাষ্ট্র শাখার রুকন এবং বাশের কেল্লা ও মধুময় রাতের গল্প পেজের এডমিন সাবিনা আহমেদের একটি স্ট্যাটাসে যৌনজেহাদের প্রকাশ্য ঘোষনা আসার পর অনুসন্ধানে বেরিয়ে এসেছে চমকপ্রদ কাহিনী।

গতকাল সাবিনা আহমেদ তার একটি স্ট্যাটাসে যারা আন্দোলনে অংশ নিতে পারছে না তারা যেন আন্দোলনকারীদের রাতে বাসায় আশ্রয় দিয়ে সন্তুষ্ট করে তার আহবান জানায়।

2সাবিনার আহবানে সাড়া দিয়ে মনি মিয়া নামে একজন মন্তব্য করে, আমার বাসায় কেউ নেই তবে দুই জনের বেশি পারবো না।
3সিরিয়ার দৃষ্টান্ত দিয়ে এ আহবান জানানোর পর সমালোচনা শুরু হলে এবং কয়েকজন সাংবাদিকের দৃষ্টিগোচর হলে স্ট্যাটাস মুছে ফেলা হয় এবং বাসায় আশ্রয় দিয়ে যৌনজেহাদের পরোক্ষ আহবান জানায় সাবিনা।

জানা গেছে সাবিনা কয়েকদিন আগেই ইসলামী ছাত্রী সংস্থার সদস্যদের সিক্রেট গ্রুপে এ আহবান জানায়। যৌনজেহাদের অংশ হিসেবে সম্প্রতি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ছাত্রদল নেতা জনি রোমানা নামে এক অনলাইন একটিভিস্টের বাসায় আশ্রয় নিয়েছিল। জনির সাথে ফেইসবুকে যোগাযোগের কথাও তার স্ট্যাটাসে উল্লেখ আছে। এর আগে ক্যপ্টেন নিমো ওরফে শোভন নামে এক একটিভিস্টের সাথে যৌন কেলেংকারীর কারনে আলোচিত হয় রোমানা।
উল্লেখ্য সাবিনার অনেকগুলি ফেক আইডির একটি ময়না আখতার, এ আইডিতে ৩০ পারা কুরআনের বাংলা’ পেজের পাশাপাশি সেক্সুয়াল পেজেও লাইক দেয়া আছে এবং বিভিন্ন যৌন উত্তেজক ছবি পোস্ট দেয়া হয়েছে।

বিএনপি জামাত কর্মিদের যৌনজেহাদ সক্রিয়ভাবে সমন্বয় করছে ছাত্রী সংস্থার কেন্দ্রীয় নেত্রী মুহসিনা তাবাসসুম। অন্যান্যদের মধ্যে নাসরিন বেগম, ফাতিমা ফারহানা, আলিয়া নরিন, মরজিনা আখতার অন্যতম। এছাড়া ফারজানার তত্ত্বাবধানে জামাতের নারী সদস্যরা বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নিয়েছে। সম্প্রতি ঢাকায় আন্দোলন করতে আসা জামাত শিবিরের ক্যাডারদের সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে উঠেছে তারা।

ছাত্রী সংস্থার সদস্যদের কি সিরিয়ার নারীদের পরিনতি ভোগ করবে এ প্রশ্ন অনেকের।

4 টি মন্তব্য to “ফেইসবুকে যৌনজেহাদের আহবান জানিয়েছে বিএনপি জামাত”

  1. তোরা কারা সেটা জানি না,তবে তোরা যা করছিস আল্লাহ এর পরিপূর্ণ প্রতিদান তোদের দিক। নেককার নারীদেরকে নিয়ে যেভাবে লিখছিস “আল্লাহর কসম, আল্লাহ আজাব তোদের পাকড়াও করবেই ইনশাআল্লাহ”। যদিও তোরা আল্লাহ বিশ্বাস করিস কিনা সন্দেহ।

    আর সাধারণ জনগণ, যারা আমাদের আশেপাশে বাস করে, তারা ধানের চালের ভাত খায়..তাই তোদের গাজাখুরি গল্প ..তারা কখনোই বিশ্বাস করবে না। কারণ তারা জানে ছাত্রী সংস্থার প্রতিটি মেয়ে কতটা আল্লাহ ভীরু। তোদের কথা তারাই বিশ্বাস করবে যারা সত্যি সত্যিই গাঁজাখোর।

  2. এড‌মিনের ভাগ্য ভাল যে, তু‌দের নাম ঠিকানা দেছ নাই, তা না হলে যা‌দের না‌মে মিথ্য অপবাদ দিয়ে এই পেইজ চালা‌চ্ছিছ তু‌দের মা বোন কে স‌ত্যি স‌ত্যি ধর্ষন ক‌রে ছাড়ত, শালা মালাও‌নের বাচ্চারা, সবাই‌কে নি‌জে‌দের মত ম‌নে করছ কেন তু‌দের যা আকাম কুকাম সব লিখ‌তে গে‌লে এই রকম পেইজ ৫০০টা দি‌য়ে ও শেষ হ‌বে না, কুত্তার মত জন্ম ব‌লে তু‌দের আজ এই অবস্থা

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: