রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১৫ হাজার পিস ইয়াবাসহ ১২ শিবির কর্মিকে আটক করেছে পুলিশ। তাদের দেয়া তথ্য অনুসারে মালিবাগ শনিবার বিকাল সাড়ে চারটার দিকে মৌচাক ফরচুন মার্কেটের বিপরীত পাশের একটি ভবনে অভিযান চালিয়ে ১০টি হাতবোমা ও লিফলেট উদ্ধার করে।
র্যাব-১০ এর অপারেশন অফিসার ও সিনিয়র এএসপি ফজলে রাব্বী বলেন, গ্রেপ্তার হওয়া শিবির কর্মি রহিম দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় মাদক সরবরাহ করতো। গতকাল সকালে সে একটি পিকআপ ভ্যানযোগে ১৫ হাজার পিস ইয়াবা নিয়ে ঢাকায় পৌঁছে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মালিবাগ এলাকা থেকে অপর ১১ জন শিবির কর্মিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ি ও শাহজাহানপুর থানায় মামলা হয়েছে।
শাহজাহানপুর থানার ওসি জিয়াউজ্জামান বলেন, জামায়াত-শিবির সহিংসতার উদ্দেশে তারা সেখানে মিটিং করছিল এমন তথ্যের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় তাদের আটক করা হয়।