সেপ্টেম্বর 1, 2013
স্বনামধন্য আশ্রম গুরু আশারাম বাপুকে তরুণী মেয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করলো রাজস্থান পুলিশ। আশ্রমের বাপু বলে খ্যাত তথাকথিত ধর্ম প্রচারকের বিরুদ্ধে ওই মেয়েটি তাকে ধর্ষণ করার অভিযোগ দায়ের করে। দু’সপ্তাহ আগে যোধপুরে মায়ের সঙ্গে বাপুর আশ্রমে যাওয়ার পর সেখানে বাপু তাকে ধর্ষণ করেছে বলে জানায় সে।
Posted in অপরাধ সংবাদ |
4 Comments »