হাজার হাজার কোটি টাকার ঋণ বরাদ্দ নিয়ে বসে আছে বেসরকারি ব্যাংকগুলো। ঋণ দেয়ার মত গ্রাহক পাচ্ছে না। কোনো আগ্রহ নেই ঋণগ্রহীতাদের। ব্যাংকিং খাতের সাম্প্রতিক স্থবির চিত্র এটি। চলমান রাজনৈতিক অচলবস্থার কারণে সংকুচিত হয়ে আসছে দেশের ব্যাংকিং খাত। ঋণ আমানত অনুপাত বা এলডিআর যার মাধ্যমে ব্যাংকিং ব্যবসার অবস্থান নির্ণয় করা হয়ে থাকে সেই সূচক গত এক বছরে ব্যাপক হ্রাস পেয়েছে।
বিশিষ্ট ব্যক্তিরা রাজনীতি নিয়ে কথা বলার কে? প্রশ্ন জামায়াত নেতা রফিকুলের।
বিরোধীদলীয় জোটের আন্দোলন বানচাল করতে প্রধানমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় বিভ্রান্তিকর ভাষণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম।
৯৫ শতাংশ সমাধান হয়ে গেছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবকে ইতিবাচক বলে মনে করছেন অধিকাংশ বিশিষ্টজন।
বিশিষ্টজনদের প্রসঙ্গে মাওলানা রফিকুল ইসলাম বলেন, বিশিষ্ট ব্যক্তিরা রাজনীতি নিয়া কথা বলার কে? তাদের কোন এখতিয়ার নাই ১৮ দলের রাজনীতি নিয়া মাথা ঘামানোর।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রস্তাব ১৮ দল মানে না।
মির্জা ফখরুল আলোচনা করে জানাবেন এ ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এই পাঁচ বছর জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরই আন্দোলন করেছে। জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি এক কদম চলতে পারবে না। তাই আমাদের সিদ্ধান্তই ১৮ দলের সিদ্ধান্ত।
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ওই প্রস্তাব দেওয়ার পর অপরাধকন্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম এই কথা বলেন।
হলমার্ক কেলেঙ্কারির মামলার তদন্ত প্রতিবেদন হয়নি – দুদক
আলোচিত হলমার্ক গ্রুপের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলার তদন্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে এখনো জমা হয়নি। তবে আগামী সপ্তাহে ওই তদন্ত প্রতিবেদন জমা হতে পারে বলে জানিয়েছেন চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
তিনি বরেন, হলমার্কের বিরুদ্ধে ১১টি মামলার তদন্ত কার্যক্রম শেষে এখন প্রতিবেদন তৈরির কাজে ব্যস্ত সংশ্লিষ্ট দুদক কর্মকর্তারা।
তিনি বলেন, আরেক জালিয়াত গ্রুপ ডেসটিনি। এই মামলাটির তদন্ত কার্যক্রম শেষ হতে আরো এক মাস সময় লাগবে।
এদিকে হলমার্ক মামলার তদন্তকারী কর্মকর্তার জয়নুল আবেদীন শিবলী নতুন বার্তা ডটকমকে জানান, এক ব্যাংকের ঋণের টাকার সঙ্গে আরো অনেকগুলো ব্যাংকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। নিখুঁতভাবে তদন্ত করতে সময় বেশি লাগছে।”
মহানবী (দ.) নিয়ে কটূক্তিকারী ও মওদুদীপন্থিরা একই পথের
আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশ আয়োজিত সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন, অতীতে মহান আল্ল্লাহ ও মহানবী (দ.) সম্পর্কে গোলাম মুহাম্মদ কাদিয়ানী, খলিল আহমদ আম্বেটবি, আবুল আলা মওদুদী, গোলাম আজম ও সাঈদীসহ অনেকেই লিখনি ও বক্তব্যের মাধ্যমে যে কটূক্তি করেছিল তার যথাযথ বিচার না হওয়ার কারণে ব্লগার নাস্তিকরা ফেইসবুক ও ইন্টারনেটের মাধ্যমে আল্লাহ ও মহানবী (দ.) সম্পর্কে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে।