যে মানুষটি জীবনের প্রায় সবটুকু সময় শিক্ষার আলো বিতরণ করেছেন সেই শিক্ষককে বিএনপি জামায়াতের নেতারা অমানবিক শাস্তি দিয়েছে। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তৈয়ব মাস্টারকে দড়ি দিয়ে বেধে শত শত লোকের সামনে সারা গ্রাম ঘোরানো হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জস্থ গন্ধ্যর্বপুর ইউনিয়নের মৈশামুড়া বালুর মাঠ এলাকায়।
জানা গেছে, তৈয়ব মাস্টারের ছেলে মোস্তফা একই গ্রামের রহমত উল্লার ছেলে আব্দুল্লাহর কাছ থেকে দুবাই যাওয়ার জন্য ২ লাখ ৫২ হাজার টাকা ধার নেয়। ছেলের নেয়া টাকা পরিশোধ না করতে পারায় আবদুল্লাহ স্থানীয় জামায়াতের স্থানীয় আমীর ও ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখের সরনাপন্ন হয়। জামাত নেতা আকবর ইউপি সদস্য ও বিএনপি নেতা আশেক আলী স্থানীয় মাতবর সহ সালিশ ডেকে ছেলের কাছ থেকে পাওনা টাকা আদায়ে তৈয়ব মাস্টারকে শাস্তি দেয়ার নির্দেশ দেয়। আগামী এক মাসের মধ্যে টাকা ফেরত না দিলে অনুরূপ শাস্তি চালিয়ে যাওয়ার রায়ও দেয়া হয়েছে সেই সালিশে।
চেয়ারম্যানের নির্দেশ পাওয়ার পর শত শত লোকের সামনে বিএনপি জামাতের ক্যাডাররা বয়সের ভারে নুয়ে পড়া তৈয়ব মাস্টারকে পিঠমোড়া দিয়ে দড়ি বাঁধা অবস্থায় সারা গ্রাম হাঁটায় এবং শারীরিক নির্যাতন চালায়।
এ অমানবিক ঘটনা জানার পর অনেকেই হতবাক হয়ে গেছে। অপরাধ কণ্ঠের চাঁদপুর প্রতিনিধি পাওনাদার আব্দুল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, চাপ না দিলে টাকা পাওয়া যাবে না।
ইউপি চেয়ারম্যান ও জামাত নেতা আলী আকবর শেখের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।