শুক্রবার সকালে বিশ্ব ইজতেমায় যাওয়ার কারণে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এনাম উদ্দিনকে (৩৮) জামায়াত-শিবির ক্যাডাররা দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করেছে । আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কাঠালতলীবাজারে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এনাম উদ্দিন আরো ৭/৮জনকে নিয়ে বিশ্ব ইজতেমায় যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় অর্তকিতভাবে ভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জামায়াত-শিবিরের ক্যাডার আব্দুল আহাদ রুফল, অহিদ আহমদ, নিজাম উদ্দিন, মুক্তা মিয়া, দুদু মিয়া সহ ১০/১২জন রাম দা দিয়ে এনাম উদ্দিনের মাথা ও দুই পায়ে কুপ দিয়ে চলে যায়। এনামকে রক্তাক্ত অবস্থায় বড়লেখায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ কামরান আহমদ সবুজ জানান, এনাম মাথায় দায়ের কোপ গভীর থাকায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার ওসি(তদন্ত) ওয়াকিল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জানা গেছে জামায়াত-শিবিরের ক্যাডাররা বিশ্ব ইজতেমায় না যাওয়ার জন্য এনামসহ মৌলভীবাজারের অনেককে হুমকি দিয়েছিল। তাদের হুমকি প্রত্যাখ্যান করে ইজতেমায় যাওয়ার কারণে হামলা করেছে জামায়াত-শিবির।