সিলেট সংবাদাতা: শিবির নেতা মাসুদ কর্তৃক কাজের মেয়ে ধর্ষণ এবং অন্ত:সত্তা হয়ে পড়লে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ ও সালিশ নিয়ে জকিগঞ্জের মনসুরপুরে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে মনসুরপুর গ্রামের ধনাঢ্য জামাত নেতা আবদুল মালিক চৌধুরীর একমাত্র ছেলে শিবির নেতা মাসুম আহমেদ চৌধুরী তার চাচার বাসার ১৬ বছরের গৃহপরিচারিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোরপূর্বক গর্ভপাত ঘটিয়ে বাড়ি থেকে বের করে দেয়।
হত-দরিদ্র পিতাকে অন্যত্র বিয়ে দেয়ার প্রস্তাব দিয়ে আপোষ করার জন্য চাপ দিয়ে যাচ্ছে। অসুস্থ গৃহপরিচারিকাকে তার পিতা সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে ভর্তি করিয়ে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন শিবির নেতা মাসুদের বিরুদ্ধে আগেও এ ধরণের অভিযোগ এসেছে।
মামলার তদন্ত কর্মকর্তা রাজীব মণ্ডল বলেন, ছাত্রী সংস্থার বহু সদস্যের শ্লীলতাহানি করেছে মাসুদ যারা মানসম্মানের কথা ভেবে অভিযোগ করে নাই।
স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে এ ঘটনা চাপা দিয়ে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। মেয়েটির পিতা সুবিচার নিশ্চিত করতে সাংবাদিক, সামাজিক ও নারী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।