আলোচিত হলমার্ক গ্রুপের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলার তদন্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে এখনো জমা হয়নি। তবে আগামী সপ্তাহে ওই তদন্ত প্রতিবেদন জমা হতে পারে বলে জানিয়েছেন চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
তিনি বরেন, হলমার্কের বিরুদ্ধে ১১টি মামলার তদন্ত কার্যক্রম শেষে এখন প্রতিবেদন তৈরির কাজে ব্যস্ত সংশ্লিষ্ট দুদক কর্মকর্তারা।
তিনি বলেন, আরেক জালিয়াত গ্রুপ ডেসটিনি। এই মামলাটির তদন্ত কার্যক্রম শেষ হতে আরো এক মাস সময় লাগবে।
এদিকে হলমার্ক মামলার তদন্তকারী কর্মকর্তার জয়নুল আবেদীন শিবলী নতুন বার্তা ডটকমকে জানান, এক ব্যাংকের ঋণের টাকার সঙ্গে আরো অনেকগুলো ব্যাংকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। নিখুঁতভাবে তদন্ত করতে সময় বেশি লাগছে।”