জোরপূর্সবক মকামিতার জের ধরে বন্ধুর হাতে খুন হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেতু (১৭)। পুলিশের প্রাথমিক তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে। খুনের ঘটনায় শনিবার সন্ধ্যা সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
বেপরোয়া ঐশী ছাত্রী সংস্থার সদস্য। মাদক সরবরাহ করতো ছাত্র শিবির ও ছাত্রদল নেতা আরিফ
পিতা মাতার আদরের সন্তানই শুধু নয় তার কোন সাধই অপূর্ণ রাখতো না তারা। কিন্তু ছাত্রী সংস্থার সদস্য হবার পর থেকে শুরু হয় উশৃঙ্খল জীবনযাত্রা। পল্টন থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ এবং কয়েকজন শিবির ক্যাডার তাকে মাদকাসক্ত এবং যৌনাচারে অভ্যস্ত করে তোলে। তবে এক্ষেত্রে তার প্রেমিক শিবিরের সুরা সদস্য পারভেজও দায়ী। তার বন্ধুদের বেশিরভাগ ছাত্রদল নেতা আরিফের বন্ধু ও শিবির কর্মী। গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এই হত্যার নৃশংসতার বর্ণনা করে এ তথ্যসমুহ প্রদান করেছে ঐশী।
দুদকের প্রতিবেদনে বিসমিল্লাহ গ্রুপের দুর্নীতি
দেশের ৫টি ব্যাংক থেকে প্রায় ১২শ’ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় বিসমিল্লাহ গ্রুপের বিষয়ে আগামী সপ্তাহে প্রতিবেদন জমা দেবে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
টেরিটাওয়েল (তোয়ালে জাতীয় পণ্য) উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে দেশে বেশ পরিচিত বিসমিল্লাহ গ্রুপ। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠে ৫টি ব্যাংক থেকে প্রায় ১২শ’ কোটি টাকা হাতিয়ে নেয়ার।