আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশ আয়োজিত সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন, অতীতে মহান আল্ল্লাহ ও মহানবী (দ.) সম্পর্কে গোলাম মুহাম্মদ কাদিয়ানী, খলিল আহমদ আম্বেটবি, আবুল আলা মওদুদী, গোলাম আজম ও সাঈদীসহ অনেকেই লিখনি ও বক্তব্যের মাধ্যমে যে কটূক্তি করেছিল তার যথাযথ বিচার না হওয়ার কারণে ব্লগার নাস্তিকরা ফেইসবুক ও ইন্টারনেটের মাধ্যমে আল্লাহ ও মহানবী (দ.) সম্পর্কে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে। তিনি আরো বলেন, এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠ্য তালিকায় অন্তর্ভূক্ত মওদুদী ও তার দোসরদের সকল প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি আল্লাহ ও মহানবী (দ.) সম্পর্কে কটূক্তিকারী ব্লগার নাস্তিক এবং ওহাবী, মওদুদী পন্থিদের মধ্যে কোন পার্থক্য নেই বলে উল্লেখ করেন। তিনি ইসলাম ও নবী-অলি সম্পর্কে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান। তিনি সকলকে দেশ ও জাতির স্বার্থে সকল প্রকার বিশৃঙ্খলা পরিহার করে শান্তির পথে কুরআন ও সুন্নাহর আদর্শে উজ্জীবিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় অন্যদের বক্তব্য রাখেন নূরুল হক কোম্পানি, অধ্যাপক কাজী মুহাম্মদ ইউনুচ, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর, মাওলানা আবু ছালেহ আঙ্গুর, মাওলানা ইয়াকুব আলী ফারুকী, অ্যাডভোকেট আবদুর রশিদ দৌলতী, মো. হাসান আলী, আবদুল কাদের রজভী, মো. জামাল উদ্দিন, কাজী মাওলানা আলাউদ্দিন, মোহাম্মদ মিয়া জোনাইদ, অ্যাডভোকেট মোজাম্মেল হক, ওমর ফারুক, মো. জসিম উদ্দিন, মুছা সওদাগর, মাওলানা নূরুল আলম, মো. আবু শহিদ, শায়ের এনামুল হক এবং শায়ের মাসুমর রশিদ।
মন্তব্য করুন