Archive for জুলাই 23rd, 2013

জুলাই 23, 2013

চট্টগ্রামে মাদক ব্যবসা জমজমাট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে চলছে জমজমাট মাদক ব্যবসা। ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ নানাজাতের যৌন উত্তেজক মাদকের ছড়াছড়ি। নগরীর কদমতলী, মনছুরাবাদ, এনায়েতবাজার বাটালী রোড বরফগলি, পাহাড়তলীবাজার, অক্সিজেন কসাইপাড়া, হাজারীগলি, সদরঘাট, সুপারিওয়ালাপাড়াসহ ২১টি পয়েন্টে চলছে মাদক ব্যবসা। প্রতি দিন রেলপথ ও সড়কপথে নগরীতে কোটি টাকার মাদক ঢুকছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, নগরীতে মাদক ঢুকছে বিভিন্ন রুটে। পুলিশের অভিযান টহল থেমে নেই। তারপরও ঢুকে পড়ছে মরণ নেশা মাদক।

read more »