কুষ্টিয়ায় হেফাজত-নিয়ন্ত্রিত একটি কওমি মাদ্রাসায় সম্প্রতি ৯ বছর বয়সী এক শিশুছাত্রকে বলাত্কারের চেষ্টা ও তাতে ব্যর্থ হয়ে তাকে নির্মম নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নির্যাতিত শিশু আবদুল্লাহ বিন আক্তারের মামাতো ভাই আব্দুল লতিফ তানভীরকে আসামি করে মামলা করেন। পরে একই দিন গভীর রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রমজানের প্রথম রাতে শিক্ষক তানভীর নির্যাতিত শিশু আবদুল্লাহকে তার শয়ন কক্ষে ডাকেন। সেখানে গেলে তানভীর তাকে কু-প্রস্তাব দেয়। আবদুল্লাহ তাতে রাজি না হলে পরদিন সকালে মোবাইল চুরির অপবাদ দিয়ে পিলারের সঙ্গে বেঁধে তাকে বেদম মারধর করা হয়। এতে আবদুল্লাহ চরম অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তার মামাতো ভাই আব্দুল লতিফ তাকে বাড়ি নিয়ে যান। এরপর আবদুল্লাহর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়।