দেশের শীর্ষস্থানীয় ১০ জন সুন্নি আলেম হত্যাপরিকল্পনার প্রতিবাদে বিভিন্ন ইসলামি সংগঠন নানা কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, সাঈদী তাফসীরের নামে বিভিন্ন সময়ে কোরআান শরীফ ও ইসলামের ভুল ব্যাখ্যা দিয়েছেন। তার বক্তব্যের প্রতিবাদ করায় এ হত্যা পরিকল্পনা হাতে নিয়েছে জামায়াত-শিবির।
বক্তারা আরও বলেন, দেশের নৈরাজ্য সৃষ্টিকারী, ইসলামের অপব্যাখ্যাকারী জামায়াত-শিবির সামাজিকভাবে প্রত্যাখ্যাত, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন
দেশের শীর্ষস্থানীয় আলেমদের হত্যার পরিকল্পনার প্রতিবাদে সংগঠনের উদ্যোগে গত ৯ মার্চ নগরীর মুরাদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ইসলামের মূলধারায় নিবেদিত ওলামায়ে কেরামদের উৎখাত করার জন্যই এ ঘৃণ্য অপচেষ্টা। আবুল আলা মওদুদীর ব্যাপারে জনতাকে সতর্ক করার দায়িত্ব পালন করছে সুন্নি আকিদার আলেমরা। সাঈদী তাফসীরের নামে বিভিন্ন সময়ে কোরআন শরীফ ও ইসলামের ভুল ব্যাখ্যা দিয়েছেন। তার বক্তব্যের প্রতিবাদ করায় এ হত্যা পরিকল্পনা হাতে নিয়েছে জামায়াত-শিবির। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আবুল হাশেম, সাধারণ সম্পাদক সৈয়দ মো. জিয়াউল হক, যুগ্ম সম্পাদক রায়হান উদ্দীন ফারুকী, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল হাসনাত, দপ্তর সম্পাদক হাফেজ মুহাম্মদ আতাউল করিম সম্রাট, অর্থ সম্পাদক মুহাম্মদ মারুফ ও মুহাম্মদ রায়হান, মুহাম্মদ জোবাইর খান, মুহাম্মদ মোকাদ্দস প্রমুখ।
কোলাগাঁও ইসলামী ফ্রন্ট
আলেমদের হত্যার পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা ৪ নম্বর কোলাগাঁও ইউপি শাখার উদ্যোগে গত ৮ মার্চ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হাজী ফ্রন্টের সভাপতি হাজি ছাবের আহমদ। সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ মনছুর আলম চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দীন, প্রচার সম্পাদক মঈনুল ইসলাম পারভেজ, ছাত্রসেনা নেতা মুহাম্মদ নজরুল ইসলাম, ফ্রন্ট নেতা মাস্টার মনির আহমদ, নুরুল হাকিম মানিক, জানে আলম রফিক, জোস্ত মুহাম্মদ, আব্দুল আজিজ, মুহাম্মদ ইউসুফ, হাবিবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।
চরখিজিরপুর ইসলামিক ফ্রন্ট
সংগঠনের উদ্যোগে গত ৯ মার্চ পবিত্র দরসুল হাদিস মাহফিল মিয়াবাড়ি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি ইসলামিক ফ্রন্টের সভাপতি মাওলানা ইদ্রিস আলম।
উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট নুর হোসেন। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট এম আবু নাছের তালুকদার।
মাওলানা গিয়াস উদ্দীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আবু, অধ্যাপক আল্লামা ইলিয়াছ সিকদার, ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি এ এস এম কাউছার, কেন্দ্রীয় সহ-সভাপতি এম আবদুল মালেক রেজভী, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক এম কপিল উদ্দীন রানা, ইউপি ফ্রন্ট সভাপতি নজু মিয়া, ইউপি ছাত্রসেনা সভাপতি এম নজরুল ইসলাম, উরকিচর মাদ্রাসার অধ্যক্ষ হাসান রেজা, মাওলানা যথাক্রমে জানে আলম নেজামী, জাহাঙ্গীর আলম আল-কাদেরী, ইউনুছ, আরিফুর রহমান মোজাদ্দেদী, আবদুল মালেক তৈয়বী, মো. সৈয়দ হোসেন, নাছির উদ্দীন, আবদুল্লাহ আল মামুন, আবু তাহের, মনিরুল ইসলাম, রাসেল, মাজেদুল ইসলাম প্রমুখ।
বোয়ালখালী ইসলামিক ফ্রন্ট
দেশবরেণ্য সুন্নি আলেমদের হত্যার পরিকল্পনার প্রতিবাদে সংগঠনের উদ্যোগে গত ৯ মার্চ উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক তৈয়বী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক মাওলানা অহিদুল আলম নক্সবন্দি, সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা ইলিয়াছ সিকদার, যুগ্ম সম্পাদক এইচ এম জহুরুল ইসলাম, মাওলানা জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক খ ম মোজাম্মেল হক কাদেরী, অর্থসম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রসেনা সভাপতি এম আবদুল মালেক রেজভী, উপজেলা সভাপতি এম শাহেদুল আলম, সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হায়দার, ফ্রন্ট নেতা মুজিবুল হক সওদাগর, ওমর সেলিম, নুরুল হুদা শরীফ, নুর মোহাম্মদ জাহাঙ্গীর, মাওলানা আলমগীর, আবদুছ সালাম, হাফেজ আবদুস সামাদ, মো. শাহজাহান, হারুন সওদাগর, মাওলানা মো. ইউনুছ, সেলিম বোখারী, ছাত্রসেনা নেতা সাইফুল ইসলাম, খোরশেদুল আলম, দেলোয়ার হোসেন বাহার, শহীদুল্লাহ তারেক, রাশেদ নিজাম, বাবুল হোসেন, মো. মামুন, ইলিয়াছ রেজা, মো. ইব্রাহীম প্রমুখ।
হলদিয়া ইসলামী ছাত্রসেনা
সংগঠনের উদ্যোগে গত ৮ মার্চ হযরত এয়াছিন শাহ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে কর্মী সম্মেলন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এম ইলিয়াছ রেজা। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন ইউএই-র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শাহ আলম।
বক্তব্য রাখেন মাওলানা আসহাব উদ্দীন, চবি ছাত্রসেনা সভাপতি রাশেদুল হাসান মুরাদ, উত্তর জেলা সভাপতি এম আলমগীর হোসাইন, নুরুল ইসলাম, মাওলানা ওবাইদুন্নাছের নঈমী, মাওলানা সামশুল আলম নঈমী, খ ব ম হাসান, মুনসুর উদ্দীন নেজামী, বেলাল উদ্দীন, জয়নাল আবেদীন, নুরুল আজম, মাসুদ পারভেজ, গিয়াস উদ্দীন, মহসিন, আব্দুল্লা আল মামুন, বাহাদুর, সফিউল আজম বাবর, সালাউদ্দীন, আসফর রেজা, নাসির, তৌহিদ প্রমুখ।
কুয়াইশ গাউছিয়া কমিটি,
সংগঠনের কুয়াইশ চৌধুরীবাড়ি শাখার উদ্যোগে গত ৯ মার্চ শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ওসমান গণি চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা মোহাম্মদ আবেদ আলী।
প্রধান অতিথি বলেন, দেশের নৈরাজ্য সৃষ্টিকারী, ইসলামের অপব্যাখ্যাকারী জামায়াত-শিবির সামাজিকভাবে প্রত্যাখ্যাত, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম বয়ানী, উপাধ্যক্ষ আল্লামা ক্বারী নজরুল ইসলাম, আল্লামা জয়নুল আবেদীন জিহাদী, মাওলানা রেজাউল করিম সিদ্দিকী, আকতারুল ইসলাম, জাকের আহমেদ আল-কাদেরী, মাহাবুবুর রহমান, মোহাম্মদ আব্দুর রহিম, মাহফিল প্রস্তুত কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহেদ ভা-ারী, মো. ওয়াহিদুল আলম শিবু, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ সুমন, মোহাম্মদ টিপু, মোহাম্মদ আব্দুল মতিন, জালাল উদ্দীন নাঈম প্রমুখ।